বাঘ,সিংহ, জেব্রার পর বঙ্গবন্ধু সাফারি পার্কে মহাবিপন্ন লেমুরের মৃত্যু
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, জেব্রার পর এক লেমুরের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিকালে লেমুরের মৃত্যর ঘটনা ঘটেছে। লেমুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম। লেমুরটির মৃত্যুর কারণের বিস্তারিত পরে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার বিকালে পার্কে লেমুরটির মৃত্যুর পর ময়না তদন্ত শেষে মরদেহ মাটি চাপা দেওয়া হয়।
পার্ক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬আগস্ট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। পরে লেমুর দুটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। লেমুর জুটি পার্কে দুটি শাবকেরও জন্ম দেয়।