রুশ হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
রুশ আগ্রাসনের ষষ্ঠ দিনে ইউক্রেনজুড়ে হামলা অব্যাহত রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভ এবং খারকিভে বিমান হামলায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার আর্টিলারি হামলায় নিহত হন তারা। খবর আল জাজিরার।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মঙ্গলবার সকালে কিয়েভ, খারকিভ, ভিন্নিৎসিয়া, উমান, চেরকাসিসহ অন্যান্য শহরেও বিমান হামলা হয়েছে।
হাসপাতালের একজন প্রশাসকের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ হামলা কিয়েভের কাছে বুজোভা গ্রামের একটি প্রসূতি হাসপাতালে আঘাত হেনেছে। এরপর ভবন থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।
এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনও ঘিরে রেখেছে রুশ সেনারা।
স্থানীয় টিভি চ্যানেল ইউক্রেনীয় ২৪টিভি'কে সাংবাদিক অ্যালিওনা পানিনা বলেন, "শহরটি ঘেরাও করা হয়েছে, চারদিকে প্রচুর রুশ সেনা এবং সামরিক সরঞ্জাম রয়েছে; তারা সেখানে চেকপয়েন্টও স্থাপন করেছে।"
ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে অবস্থিত খেরসনের জনসংখ্যা প্রায় ২ লাখ ৮০ হাজার। রুশ বাহিনীর দাবি, রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে শহরটি তারা অবরোধ করে রেখেছে।
- সূত্র: আল জাজিরা