ইউক্রেনকে সমুদ্রপথ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে রুশ বাহিনী
বুধবার (২ মার্চ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসন দখলের পর, দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রুশ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করতে অগ্রসর হতে দেখা গেছে রুশ বাহিনীকে; তারা খেরসন ও মারিউপোলে কঠোর অবরোধ দিয়ে রেখেছে। পাশাপাশি রাশিয়ার উভচর টাস্কফোর্সটি পশ্চিমের শহর ওডেসাকেও হুমকি দিয়েছে।
ইউক্রেনের দক্ষিণের বন্দরগুলোতে রুশ বাহিনীর আক্রমণ ছড়িয়ে পড়লে তাতে আক্রান্ত হয় এস্তোনিয়ার মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ 'হেল্ট' এবং বাংলাদেশী মালিকানাধীন পণ্যবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। বাংলাদেশী মালিকানাধীন জাহাটিতে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
উপকূল অঞ্চলের কয়েকশত মাইল জুড়ে বিস্তৃত ইউক্রেনের বন্দরগুলো। পূর্বে আজভ সাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত এই উপকূল অঞ্চলই এখন টার্গেটে পরিণত হয়েছে রুশ সামরিক বাহিনীর। এমনটাই দাবি করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। কারণ বহির্বিশ্ব থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করতে দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে রাশিয়ার সামরিক বাহিনীকে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এর পাশাপাশি রুশ সীমান্ত থেকে ক্রিমিয়ার মধ্য দিয়ে ইউক্রেনের সঙ্গে একটি ল্যান্ড করিডোর তৈরি করার সুযোগ পাবে রাশিয়া। উল্লেখ্য, ২০১৪ সালে থেকে ক্রিমিয়া রাশিয়ার দখলে রয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ নবম দিনেও সংঘাত চলছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে। সকাল থেকেই বিভিন্ন শহরে শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ।
- সূত্র: দ্য গার্ডিয়ান