ছবিতে কিংবদন্তি শেন ওয়ার্নের জীবন ও ক্যারিয়ার
মাঠের ভেতরে এবং বাইরে, দুই জায়গায়ই বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটার। কিংবদন্তির স্মরণে তার কিছু ছবি তুলে ধরা হলো পাঠকদের জন্য।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং তর্কসাপেক্ষে সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। আজ শুক্রবার (৪ মার্চ) ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ফক্স নিউজ জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই স্পিন জাদুকরের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়েছে।
মাঠের ভেতরে এবং বাইরে, দুই জায়গায়ই বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটার। কিংবদন্তির স্মরণে তার কিছু ছবি তুলে ধরা হলো পাঠকদের জন্য।
সূত্র: পিএ নিউজ এজেন্সি