বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্নের প্রতি শ্রদ্ধা
অস্ট্রেলিয়ার ক্রিকেটে এমন দিন আগে কখনও আসেনি। আগে কখনও এক দিনে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারাতে হয়নি তাদের। অমোঘ নিয়তির ফেরে শোকাবহ দিন নেমে এলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমালেন নিজের সময়ের সেরা উইকেটরক্ষক রডনি মার্শ ও সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
৭৪ বছর বয়সী মার্শের মৃত্যুতে শোকাহত সাবেক-বর্তমান ক্রিকেটাররা। কিন্তু ওয়ার্নের চলে যাওয়ার খবরে হতবাক ক্রিকেট দুনিয়া। মাত্র ৫২ বছর বয়সে স্পিন জাদুকরের চলে যাওয়া মানতে পারছেন না কেউই। অস্ট্রেলিয়ার এই দুই কিংবদন্তির প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটার, ভক্ত, অনুরাগীরা।
দুই অজি সাবেক ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ প্রায় সব ক্রিকেটারই শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও বিবৃতি দিয়ে স্মরণ করছে মার্শ-ওয়ার্নকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দুই ক্রিকেটারের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মার্শ-ওয়ার্নকে স্মরণ করা হবে, ম্যাচ শুরুর আগে পালন করা হবে এক মিনিট নীরবতা। ৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।
গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নেওয়া হয় মার্শকে, রাখা হয় লাইফ সাপোর্টে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি, গভীর কোমায় চলে যান তিনি। শুক্রবার পাড়ি জমান না ফেরার দেশে। এর ১২ ঘণ্টার ব্যবধানে ওয়ার্নের মৃত্যুর খবর আসে। থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার এই স্পিন জাদুকর।