এক মিনিটে পড়ুন: চাঁদ কি সারাক্ষণই দৃশ্যমান?
চাঁদ হলো পৃথিবীর আকাশের দ্বিতীয় উজ্জ্বলতম বস্তু। পাশাপাশি চাঁদ, সূর্য রশ্মির দারুণ শক্তিশালী প্রতিফলকও বটে।
চাঁদের প্রতিফলন শক্তি এতটাই বেশি যে, প্রতিফলিত আলো আকাশের বিক্ষিপ্ত নীল আলোর ভেতর দিয়েও প্রবেশ করতে পারে।
অনেকেরই হয়তো মনে হয় সূর্য যখন পূর্বে উদয় হয়, চাঁদ তখন পশ্চিমে অস্ত যায়। কিন্তু বাস্তবতা হলো, চাঁদ পূর্ণ গোল থাকাকালীনই কেবল সূর্যের বিপরীত দিকে অবস্থান করে।
তাত্ত্বিকভাবে, রাতের আকাশে তো বটেই, এমনকি দিনেরবেলাও সারাক্ষণই দৃশ্যমান থাকে চাঁদ। ব্যতিক্রম কেবল সূর্যের খুব কাছাকাছি থাকলে (অমাবস্যায়) কিংবা সূর্যের খুব দূরে থাকলে (পূর্ণিমায়)।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস