ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া
চলমান যুদ্ধের মাঝেও ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার (৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রম এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
সংস্থাটির তথ্যমতে, আগের মতোই ইউক্রেন হয়ে ইউরোপে দৈনিক ১০৯.৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। যুদ্ধের উত্তেজনা গ্যাস সরবরাহে তেমন প্রভাব ফেলছে না বলে জানান গ্যাজপ্রমের মুখপাত্র সের্গেই কুপরিয়ানভ।
তিনি বলেন, "গ্যাজপ্রম ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করেই নিয়মিত মাত্রাতে এবং ইউরোপীয় ভোক্তাদের চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।"
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, সমগ্র ইউরোপের গ্যাস চাহিদার ৪০ শতাংশের বেশি সরবরাহ করে রাশিয়া। আর এই কাজে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের পাশাপাশি ব্যবহৃত হয় ইউক্রেনের নিজস্ব পাইপলাইন।
তবে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপে রাশিয়ার গ্যাসের যোগান অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছিল অনেকে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 'বিশেষ সামরিক অভিযান'-এর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেন বাধা দিলে, রাজধানী কিভেয়েও সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ১২তম দিনের মতো আজও ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ চলেছে ইউক্রেনজুড়ে।
- সূত্র: রয়টার্স, আল জাজিরা