৪০ মাইল দীর্ঘ রাশিয়ান বহর কোথায় গেল এখন!
ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, কিয়েভের কাছে ৪০ মাইল দীর্ঘ রুশ কনভয় বিক্ষিপ্ত হয়ে পড়েছে।
কিয়েভ থেকে ১৭ মাইল উত্তর-পশ্চিমে ইউক্রেনের ওজেরা শহরের আবাসিক এলাকায় রাস্তার উপর রাশিয়ান সামরিক যানবাহন বসে থাকতে দেখা গেছে।
ইউক্রেনের রাজধানীর চারপাশে অস্থায়ীভাবে জমাট বাঁধা মেঘ পরিষ্কার হওয়ার পর নতুন স্যাটেলাইট ছবি থেকে দেখা যায় ভিন্ন চিত্র। ম্যাক্সার টেকনোলজিস বলে, কিয়েভের উত্তর-পশ্চিমে ৪০ মাইল ধরে প্রসারিত হওয়া রাশিয়ান সামরিক কনভয় এখন 'ব্যাপকভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে এবং সেগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে'।
স্যাটেলাইট ছবিগুলো বৃহস্পতিবার কিয়েভের স্থানীয় সময় সকাল ১১টা বেজে ৩৭ মিনিটে তোলা।
অন্যদিকে, ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ এয়ারবেসের ঠিক উত্তরে, কিয়েভ থেকে ১৭ মাইল উত্তর-পশ্চিমে ওজেরা শহরের আবাসিক এলাকায় রাস্তার উপর রাশিয়ান সামরিক যানবাহন বসে থাকতে দেখা যায়।
আন্তোনোভ এয়ারবেস থেকে প্রায় তিন মাইল উত্তর-পশ্চিমে - লুবিয়াঙ্কার কাছে টোয়েড আর্টিলারি এবং অন্যান্য যানবাহনগুলোকে গাছের নিচে বসে থাকতেও দেখা গেছে।
এয়ারবেস থেকে ১০ মাইল পশ্চিমে বেরেস্তাঙ্কায় অনেকগুলো জ্বালানী ট্রাক দেখা গেছে। এছাড়া, ম্যাক্সারের অনুমান অনুযায়ী, একটি মাঠে একাধিক রকেট লঞ্চারও দেখা গেছে।
- সূত্র- সিএনএন