সুলতান সুলেইমান ও হুররম সুলতান মসজিদে বোমাবর্ষণ রাশিয়ার: দাবি ইউক্রেনের
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোলে অবস্থিত সুলতান সুলেইমান ও হুররম সুলতানা মসজিদে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে বলে দাবি করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের অভিযোগ, রাশিয়া মারিউপোল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। অন্যদিকে শহরবাসীকে বের করতে না পারার দায় ইউক্রেনকে দিচ্ছে রাশিয়া।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ বাহিনী সুলতান সুলেইমান ম্যাগনিফিসেন্ট ও তার স্ত্রী রোক্সোলানার (হুররম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। ৮০ জনের বেশি বেশি মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছে বলে জানায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে কেউ আহত বা নিহত হয়েছে কি না, তা জানায়নি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, এক মিনারবিশিষ্ট এই মসজিদটি ২০০৭ সালে এক তুর্কি ব্যবসায়ী ও মারিউপোল শহরের আজারবাইজানি সম্প্রদায়ের অর্থায়নে সুলতান সুলেইমান ও হুররম সুলতানার সম্মানে তৈরি করা হয়। ইস্তাম্বুলে এই মসজিদের একটি প্রোটোটাইপ সংরক্ষিত আছে।
সুলতান সুলেইমান ও হুররম সুলতান মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিয়ের ছবি তোলার জন্য মসজিদটির প্রাঙ্গণ দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
- সূত্র: রয়টার্স