ইউক্রেন সংকট নিয়ে ‘কিছু’ বাংলাদেশি সংবাদমাধ্যমের সমালোচনা রাশিয়ান দূতের
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ান ফেডারেশনের বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য ইউক্রেনে ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপন বন্ধ করা, তাদের ভূখণ্ড দখল করা না।
রোববার (১৩ মার্চ) রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশি সংবাদমাধ্যমকে দেওয়া এক চিঠিতে চলমান সামরিক অভিযানে দেশটির 'লক্ষ্য এবং কর্মকান্ড ব্যাখ্যা করেছেন। 'পশ্চিমা সংবাদ সংস্থা, পাশাপাশি ইউরোপীয় এবং আমেরিকান সংস্থাগুলো ছড়ানো রুশ-বিরোধী প্রচারণা' অস্বীকার করেছেন।
'ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানে রাশিয়ার পদক্ষেপ নিয়ে কিছু স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির' সমালোচনা করেন আলেকজান্ডার মানতিতস্কি।
তিনি বলেন, 'রাশিয়ান ফেডারেশন এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা দুর্বল করার জন্য যে শক্তিগুলি সবসময় চেষ্টা করেছে তাদের ইচ্ছাকৃত প্রচেষ্টার কারণে' এমন ঘটেছে।
চিঠির বক্তব্য অনুযায়ী রাশিয়ান সামরিক বাহিনীর লক্ষ্য-
- আট বছর ধরে কিয়েভ শাসনের গণহত্যার শিকার ইউক্রেনের রুশ-ভাষী বেসামরিক নাগরিকদের রক্ষা করা;
- নব্য ফ্যাসিবাদ নির্মূল;
- ইউক্রেনে পারমাণবিক অস্ত্র তৈরি প্রতিরোধ করা;
- ইউক্রেনে ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপন বন্ধ করা।
চিঠির বক্তব্য অনুযায়ী রাশিয়ান বাহিনী যা করবে-
- ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করা (নাৎসি মতাদর্শ থেকে মুক্ত করা);
- গ্রেট প্যাট্রিয়টিক যুদ্ধে পরাজিত হওয়ার পর ইউক্রেনে মাথাচাড়া দেওয়া নব্য ফ্যাসিবাদের অবসান ঘটানো;
- রাশিয়ান ফেডারেশনের সীমান্তের সামরিক হুমকি দূর করা;
- শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ ইউক্রেনের আগ্রাসী অংশকে নিরস্ত্র করা;
- রাশিয়ান ফেডারেশনের আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং রাশিয়ান ফেডারেশনের নাগরিকদের; বিরুদ্ধে অপরাধ করেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা ও শাস্তি দেওয়া।