এমন ঐক্য অনেকদিন দেখেনি রাশিয়া: ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন
মস্কো স্টেডিয়ামে ভাষণের সময় ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ান ঐক্যের প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন।
"অনেকদিন এরকম ঐক্য দেখা যায়নি,"নাৎসিবাদ মুক্ত পৃথিবীর জন্য', 'আমাদের প্রেসিডেন্টের জন্য'- এধরনের বিভিন্ন স্লোগানে সজ্জিত মঞ্চে বিপুল জনসমাগমের মধ্যে বলছিলেন পুতিন।
পুতিনের বক্তব্যের শেষদিকে সরাসরি সম্প্রচারের মধ্যে ওই অনুষ্ঠানে পুতিনের বক্তব্যের আগে রুশ গায়ক ওলেগ গাজমানোভের গাওয়া দেশাত্মবোধক গান সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
এরপরই আবার পুতিনের ৫ মিনিটের বক্তব্য শুরু থেকে সম্প্রচার করা হয়।
রাশিয়ার ক্রিমিয়া দখলের আট বছর উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের বিশাল অংশ জুড়ে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন বিষয় উঠে আসে।
রয়টার্স এবং বেশ কিছু রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি কর্মচারীদের ওই অনুষ্ঠানের অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মচারীদেরও এই নির্দেশ দেওয়া হয় বলে উঠে এসেছে অনেক প্রতিবেদনে।
ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনীর অভিযানের যৌক্তিক বলে তিনি বলেন, দনবাসে ইউক্রেন গণহত্যা চালিয়েছে। এ গণহত্যা বন্ধ করাও ইউক্রেন অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল। তিনি এও দাবি করেন, ইউক্রেনের নাগরিকরা রাশিয়ার এ অভিযানকে স্বাগত জানিয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 'ব্যবহার করছিল', তাই এ অভিযান জরুরি ছিল এমন মন্তব্যও করেন তিনি।
ইউক্রেনে যুদ্ধরত সামরিক বাহিনীর প্রশংসা করতে গিয়ে বাইবেলের একটি উক্তিও উল্লেখ করেন তিনি।
- সূত্র: দ্য গার্ডিয়ান