মালয়েশিয়াকে গুঁড়িয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সেমিতে বাংলাদেশ
শনিবার মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দাপট ধরে রেখেছে স্বাগতিকরা। পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরে ইংল্যান্ডকে শ্রীলঙ্কা হারানোয় শেষ চার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও মালয়েশিয়া। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দাপুটে খেলে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে আগেরদিন ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ।
মালয়েশিয়ার বিপক্ষে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমেদ। ৭ বছরের কাবাডি ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত রাজিব, 'আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। কোচ আমাদের মতো নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। এ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান গেমসের দলে ঢুকতে চাই আমি।'
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেও জয়ের ব্যাপারে প্রত্যয়ী রাজিব, 'আগামীকাল শ্রীলংকার সাথে ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে ইনশা আল্লাহ ভালো লড়াই করব। গতবার আমরা শ্রীলংকাকে হারিয়েছিলাম, এবারও হারাব।'