মার্চের শেষ থেকে যাত্রা শুরু করবে ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস
ঢাকা ও শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন সেবা মিতালী এক্সপ্রেস মার্চ মাসের শেষ দিক থেকে চালু হতে যাচ্ছে।
প্রায় এক বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রুটে এই ট্রেন সেবাটি উদ্বোধন করেন।
আজ রবিবার (২০ মার্চ) ট্রেনটি চালু করার তারিখ ঠিক করতে রেল মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে।
এর আগে ভারতীয় রেলওয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনসেবা চালু করার জন্য একটি চিঠিতে বাংলাদেশকে অনুরোধ জানায়।
মিতালী এক্সপ্রেসের যাত্রাসূচি ও ভাড়া
বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেনটি। আর প্রতি রবিবার ও বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসবে এটি।
কাস্টম ও অভিবাসন-সংক্রান্ত কাজগুলো নিউ জলপাইগুড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ও চিলাহাটি স্টেশনে সারা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা থেকে রাত ৯:৫০ মিনিটে ছেড়ে গিয়ে পরদিন সকাল ৭:১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।
প্রতি রবি ও বুধবারে নিউ জলপাইগুড়ি থেকে সকাল ১১:৪৫ মিনিটে ছেড়ে মিতালী এক্সপ্রেস একই দিন রাত সাড়ে ১০টায় ঢাকা পোঁছাবে।
বাংলাদেশ রেলওয়ে তিন ক্যাটাগরিতে মিতালী এক্সপ্রেসের টিকেট বিক্রি করবে। প্রতিটি বার্থের জন্য ৪৪ মার্কিন ডলার খরচ করতে হবে যাত্রীকে। এর সঙ্গে আরও যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট এবং ৫০০ টাকা ভ্রমণ কর।
সব মিলিয়ে বার্থে ওয়ান-ওয়ে ভ্রমণে একজন যাত্রীকে ৪৯০৫ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে প্রতি কেবিন আসনের টিকিটের দাম ধরা হয়েছে ৩৩ মার্কিন ডলার। সব মিলিয়ে কেবিনে খরচ হবে ৩৮০৫ টাকা। চেয়ার সিটের টিকেট মূল্য ২২ মার্কিন ডলার, যার চূড়ান্ত মূল্য হবে ২৭০৫ টাকা।
তবে পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য টিকেটের দাম অর্ধেক রাখা হয়েছে।
করোনা মহামারির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন সেবা ২০২০ সালের মার্চ মাসে স্থগিত করা হয়। তার আগে দুই দেশের মধ্যে দুইটি ট্রেন চলাচল করত। এগুলো ছিল ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বাঁধন এক্সপ্রেস।