‘গানস অ্যান্ড গুলাবস’ এর ফার্স্ট লুকে রাজকুমার-দুলকার
নেটফ্লিক্সের নতুন সিরিজ 'গানস অ্যান্ড গুলাবস' এর মধ্য দিয়ে ওয়েব শোতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা রাজকুমার রাও এর। মঙ্গলবার শোয়ে নিজের ফার্স্ট লুক প্রকাশ করেই সবাইকে চমকে দিলেন 'বাধাই দো' তারকা। তারকায় ঠাসা এই ওয়েব শোতে রাজুকুমারের সহ-অভিনেতা হিসেবে আছেন 'বাধাই দো' ছবির আরেক তারকা গুলশান দেবাইয়াহ, 'দ্য হোয়াইট টাইগার' খ্যাত তারকা গৌরব আদর্শ, মালয়ালাম সিনেমার অন্যতন ক্রেজ দুলকার সালমান এবং টি জে ভানু।
ফার্স্ট লুকে রাজকুমার রাওকে দেখা গেছে লম্বা চুলে, নীল জ্যাকেট গায়ে; আয়েশি ভঙ্গিতে ক্যাম্পার বোতলে স্ট্র লাগিয়ে চুমুক দিচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামকেই নিজের নতুন এই রূপ তুলে ধরতে বেছে নিয়েছেন রাজকুমার রাও। ইনস্টাগ্রাম পোস্টে ছবি শেয়ার করে তিনি লেখেন, "আমার প্রথম নেটফ্লিক্স সিরিজ #গানস অ্যান্ড গুলাবস এর ফার্স্ট লুক শেয়ার করতে পেরে আমি ভীষণ উত্তেজিত! আপনারা তৈরি হয়ে যান, কারণ আমি আসছি নব্বইয়ের দশকের রূপে, মঞ্চে উন্মাদনা ছড়াতে! অপরাধ, ভালোবাসা ও ধামাকাদার পাঞ্চলাইনের মিশেলে নির্মিত একটা রোমাঞ্চকর গল্প উপভোগের জন্য প্রস্তুত হয়ে যান। প্রতিভাবান ব্যক্তি @rajanddk পরিচালিত, প্রযোজিত ও নির্মিত গানস অ্যান্ড গুলাব খুব শীঘ্রই আসছে আপনাদের সামনে।"
রাজকুমার রাওয়ের এই পোস্টে সবার আগে প্রতিক্রিয়া দেখান বলিউডের আরেক তারকা ভিকি কৌশল। কমেন্ট সেকশনে তিনি রাজকুমারকে 'চ্যাম্প' বলে মন্তব্য করেন।
এদিকে সিরিজে নিজের ফার্স্ট লুক শেয়ার করেছেন দুলকার সালমানও। তিনি ক্যাপশনে লিখেছেন, "সিটিবেল্ট বেঁধে ফেলুন এবং শক্ত হয়ে বসুন। কারণ আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাবো সেই নব্বইয়ের দশকে!" ছবিতে দুলকার সালমানকে দেখা গেছে জিপের বনেটে বসা অবস্থায়। দক্ষিণী এই তারকার জন্যেও এটি তার প্রথম ওয়েব সিরিজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস