‘সাকিব ক্রাইসিসে আছে, কিন্তু ড্রেসিংরুমে কাউকে বুঝতে দিচ্ছে না’
শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। অনেক জল ঘোলার পর সিদ্ধান্ত বদলে শেষ পর্যন্ত সফরে যান তিনি। সেখানে গিয়ে মানসিকভাবে আরও কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। হৃদরোগে আক্রান্ত সাকিবের মা শিরিন আক্তার ও তার দুই সন্তান নিউমোনিয়া নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সাকিবের শাশুড়ি।
এমন অবস্থায় ক্রিকেট খেলে যাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কষ্টসাধ্য। কঠিন এই সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন সাকিব, বিমানের টিকেটও কাটা হয়। কিন্তু সিদ্ধান্ত বদলে দলের সঙ্গে থেকে গেছেন তিনি, খেলবেন তৃতীয় ওয়ানডে। এরপর তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
সাকিব যে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু এসবের কোনো কিছু ড্রেসিংরুমে বুঝতে দিচ্ছেন না বাঁহাতি এই অলরাউন্ডার। এমনই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। সাকিব ভালো আছেন জানিয়ে তিনি বলেন, 'সে খুব ভালো আছে। নিশ্চিতভাবে ওর মনের মধ্যে কিছু একটা আছে, সেটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু ও তা কারো সামনে প্রকাশ করছে না।'
'খুব ইতিবাচক আছে। ড্রেসিংরুমে এই বিষয় নিয়ে কেউ কোনো আলাপ করছে না। ও ওর মতো আছে। দেখে ভালো লাগছে যে, ও যে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা ড্রেসিংরুমে কাউকে বুঝতে দিচ্ছে না। এটা খুব ভালো।' যোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
কঠিন সময়ে দলের সবাইকে পাশে পাচ্ছেন সাকিব। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, 'সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত, আমরা সবাই জানি। পারিবারিক ইস্যু তো অনেক বড়। সবাই সাপোর্ট করছে, সেও অনেক ভালো খেলছে। পরিবার খারাপ থাকলে তো অবশ্যই খারাপ লাগে। সবাই সাপোর্ট করছে।'
চাইলে যেকোনো সময়ে দেশে ফিরতে পারবেন সাকিব, বিসিবির পক্ষ থেকে এমন নির্দেশনা তাকে দেওয়া আছে। এমন মানসিক অবস্থায় দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় সাকিবের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, 'আমাদের তরফ থেকে ওকে সবুজ সংকেত দেওয়া আছে। যেহেতু পরিবারের বিষয়, সে যেকোনো সময় দেশে আসতে পারে। ও যে খেলছে, অবশ্যই এটা আমাদের জন্য বড় ব্যাপার এবং ও ত্যাগ স্বীকার করছে, এটাতে কোনো সন্দেহ নেই।'