সতীর্থদের ভালোবাসায় সিক্ত ‘বার্থডে বয়’ সাকিব
সেঞ্চুরিয়নে উড়েছে লাল-সুবজের বিজয় কেতন, লেখা হয়েছে ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে আন্দন্দে মাতোয়ারা বাংলাদেশ দল। মন যেভাবে চায়, সেভাবেই উদযাপন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই উৎসবের মাঝেই সাকিব আল হাসানের জীবনে ঘুরে এলো বিশেষ দিন, আজ তার ৩৫তম জন্মদিন।
আগুনঝরা বোলিংয়ে তাসকিন আহমেদ সিরিজ জয়ের নায়ক হলেও দারুণ সময় কেটেছে সাকিবের। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ছিলেন প্রথম ম্যাচের নায়ক। ৭৭ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দিয়েছিলেন বড় সংগ্রহের পথে। সিরিজ জেতার ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার দারুণ বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন অপরাজিত ১৮ রান।
সাকিবের মারা চারেই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যেন জন্মদিনের আগেই সবচেয়ে বড় উপহারটা পেয়ে যান তিনি। সিরিজ জিতে পরিবারের অসুস্থ সদস্যের পাশে থাকতে দেশে ফিরে আসছেন সাকিব। এ সময়ে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বাংলাদেশ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভালোবাসায়-শুভেচ্ছায় সাকিবকে সিক্ত করছেন জাতীয় দলের সতীর্থরা।
অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, 'আমাদের সর্বকালের সেরা সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বছরের পর বছর ধরে আমাদের দেশের জন্য তুই যা অর্জন করেছিস, তার জন্য সত্যিই গর্বিত এবং আমি জানি আরও অনেক অর্জন আসবে। সব সময় দ্যুতি ছড়াও চ্যাম্পিয়ন।'
ওপেনার লিটন দাস শুভেচ্ছা বার্তায় লিখেছেন, 'শুভ জন্মদিন সাকিব ভাই। আপনার মতো একজন সতীর্থ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আপনার পারফরম্যান্সে বাংলাদেশ ভবিষ্যতে আরও অনেক ম্যাচ জিতবে বলে আশা করি। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'
মুস্তাফিজুর রহমান লিখেছেন, 'সাকিব আল হাসান- অনুপ্রেরণার নাম, একজন বড় ভাই। আপনি আমাদের কাছে খুব বিশেষ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। আপনি আমার অন্যতম অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সৃষ্টিকর্তা সব সময় আপনার মঙ্গল করুক।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'বড় দলের পেছনে সর সময় একজন মহান মানুষ থাকে, আমি আশা করি আপনি আমাদের দলকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন এবং আমাদের সব ক্রিকেটারের কাছে আপনার লিগ্যাসি আরও একশ বছর ধরে রাখবেন। ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি এবং আপনার পরিবার সব সময় সৃষ্টিকর্তার আশীর্বাদপুষ্ট থাকুন।'
স্পিসার নাসুম আহমেদ লিখেছেন, 'সাকিব ভাইয়া, শুধু আমার কাছে নয়, সবার কাছেই অনুপ্রেরণার নাম। আজ উনার জন্মদিন। বিশেষ দিনে ভাইয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। উনার পরিবারের সবাই সুস্থ হয়ে উঠুক এটাই চাওয়া।' পেসার আবু জায়েদ রাহি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'ব্যাটি-বোলিং-ফিল্ডিংয়ে এই মানুষটা কিংবদন্তি। শুভ জন্মদিন সাকিব ভাই।'
১৯৮৭ সালের আজকের দিনে মাগুরায় জন্ম নেন সাকিব। বিকেএসপির শিক্ষা জীবন পেরিয়ে ২০০৬ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। এরপর থেকে জাতীয় দলের হয়ে ৫৯ টেস্ট, ২২১ ওয়ানডে ও ৯৬টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব।