অভিযানের ‘প্রথম পর্যায়’ শেষ, এখন টার্গেট পূর্ব ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের 'প্রথম পর্যায়' শেষ হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে এখন রুশ সেনাদের প্রাথমিক লক্ষ্য পূর্ব ইউক্রেনকে সম্পূর্ণভাবে স্বাধীন করা। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার সামরিক কৌশল সম্পর্কে বলার সময় শীর্ষ একজন রুশ সামরিক কর্মকর্তা এ দবি করেন। খবর সিএনএন'র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অভিযানের প্রাথমিক লক্ষ্যগুলো পূরণ হয়েছে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা হ্রাস করতে পেরেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য ছিল দ্রুতই ইউক্রেনের বড় শহরগুলো দখল করে সরকারের পতন ঘটানো। কিন্তু ইউক্রেনের প্রতিরোধের মুখে তা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
সামরিক অভিযানের জেনারেল স্টাফ প্রধান সের্গেই রুডস্কয় বলেন, "অভিযানের প্রথম পর্যায়ের প্রধান কাজগুলো শেষ হয়েছে।"
"ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে; এটি আমাদের অভিযানের মূল লক্ষ্য অর্জনে মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছে। আমাদের মূল লক্ষ্য ডনবাসের মুক্তি", যোগ করেন তিনি।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য বড় শহরগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। জেনারেল রুডস্কয়ের মতে, এভাবে ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্যস্ত রেখে রাশিয়া তার প্রধান লক্ষ্য অর্জনে পূর্বাঞ্চলের ডনবাসের দিকে অগ্রসর হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, তার সামরিক বাহিনী 'শক্তিশালী আঘাত' হেনেছে রুশ সেনাদের ওপর। এবং একইসঙ্গে তিনি মস্কোকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে, আমাদের সেনারা রুশ নেতৃত্বকে একটি সরল এবং যৌক্তিক ধারণার দিকে নিয়ে যাচ্ছে। শান্তির জন্য জরুরিভিত্তিতে অর্থবহ ও ন্যায্য আলোচনা প্রয়োজন। সুতরাং বিলম্ব নয়, ফলাফলের স্বার্থে আলোচনা জরুরি।"
- সূত্র: বিবিসি, সিএনএন