প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জিতলেন আরুজ আফতাব
প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনভিত্তিক পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব। নিজের গাওয়া 'মোহাব্বত' গানের জন্য 'গ্লোবাল পারফরমেন্স' বিভাগে সেরার খেতাব ছিনিয়ে নেন পাকিস্তানি এই শিল্পী।
রোববার লাস ভেগাসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড। রেকর্ডিং একাডেমি জানিয়েছে, ৩৭ বছর বয়সী আরুফ আফতাবই গ্র্যামিজয়ী প্রথম পাকিস্তানি নারী। একাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজেও একই ক্যাপশনে আরুজের ছবি পোস্ট করা হয়েছে।
পাকিস্তানি মা-বাবার ঘরে সৌদি আরবে জন্ম হয় আরুজ আফতাবের। এরপর লাহোরে বেড়ে ওঠা। পড়ালেখা করেছেন বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুল অফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন আর ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম 'বার্ড আন্ডার ওয়াটার'। আপাতত নিউ ইয়র্কে বসবাস করছেন আরুজ। সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে মঞ্চ কাঁপিয়েছেন তিনি।
পুরস্কার মঞ্চের ছবি নিজের একাউন্টে পোস্ট করে এই গায়িকা লেখেন, "ওহ মাই গশ! এই মুহূর্তটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এবং এই ইন্ডাস্ট্রির জন্যও গর্বিত।"
তিনি আরও লেখেন, "... আজ রাতে আমরা একটা সামষ্টিক শক্তি হিসেবে সঙ্গীতকে উদযাপন করছি, এর খ্যাতি ও সীমাহীন ব্যপ্তির মধ্যেই আমরা নিজেদের খুশিমতো গান সৃষ্টি করতে পারি। ধন্যবাদ এবং অভিনন্দন।"
আরুজ আফতাব জ্যাজ, মিনিমালিজম ও নিও-সুফিসহ বিভিন্ন ঘরানার গান গেয়ে থাকেন।
আফতাবের এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলেন, গায়িকার এ বিজয়ে তিনি 'গর্বিত'। আফতাবের ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে মাহিরা লেখেন, "আরো আলোকিত হও তুমি!"
৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডে 'সেরা নবীন শিল্পী' শাখায়ও মনোনয়ন পেয়েছিলেন আরুজ। যদিও সেই খেতাব নিজের দখলে নিয়েছেন অলিভিয়া রদ্রিগো।
তবে আরুজ আফতাবই গ্রামিবিজয়ী প্রথম পাকিস্তানি নাকি প্রথম পাকিস্তানি নারী, তা এখনো স্পষ্ট নয়।
আরুজের গাওয়া, ভালচার প্রিন্স অ্যালবামের 'মোহাব্বত' গানটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার '২০২১ সামার প্লেলিস্ট' এও ছিল।
সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া