মাশরাফির দিনে রূপগঞ্জের রোমাঞ্চকর জয়
আরও একটি বড় সংগ্রহ আশা করেছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সেই পথেও ছিল দলটি। ৪৩তম ওভারে নাদিফ চৌধুরীকে ফিরিয়ে ছন্দপতন ঘটালেন লেজেন্ডেস অব রূপঞ্জের ভারতীয় পেসার চিরাগ জানি। আর ৪৮তম ওভারে চোখের পলকেই খেলাঘরের ইনিংসের ইতি টেনে দিলেন মাশরাফি বিন মুর্তজা।
অধিনায়কের দারুণ বোলিংয়ের দিনে লক্ষ্য নাগালেই থাকে রূপগঞ্জের। যদিও দুইশ'র নিচের লক্ষ্য পাড়ি দিতে নেমেও কম পেতে হয়নি তাদের। এরপর রোমাঞ্চকর জয়ে হাসি ফুটেছে রূপগঞ্জের মুখেই। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘরকে ২ উইকেটে হারিয়েছে মাশরাফির দল।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে খেলাঘর। অমিত মজুমদারের হাফ সেঞ্চুরি ও কয়েকটি ছোট ইনিংসে ৪৮ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় তারা। শেষ দিকে এক ওভারে ৩ উইকেট নিয়ে খেলাঘরের ইনিংসে ইতি টেনে দেন দারুণ বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা মাশরাফি। জবাবে চিরাগ জানির ৭২ ও তানবীর হায়দারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৩ বল বাকি থাকতে দুই উইকেটের জয় পায় রূপগঞ্জ।
আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয় শাইনপুকুর। ৮ ওভারে ৩৮ রানে ৪টি উইরেকেট নেন মাশরাফি। ৩টি উইকেট নেন চিরাগ জানি। জবাবে শাহরিয়ার কমলের হাফ সেঞ্চুরি এবং জাকিরুল ইসলাম ও আশিক-উল-আলম নাইমের চল্লিশোর্ধ ইনিংসে ৫৬ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় সিটি ক্লাব।
সাত ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে লেজেন্ডস অব রূপগঞ্জ। বুধবার জয় পেলেও পয়েন্ট তালিকায় সিটি ক্লাবের অবস্থান ভালো নয়। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে আছে তারা। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব সমান পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে।