করোনায় বাংলাদেশসহ আরও ছয় দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করলো কুয়েত
করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ, মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা থেকে যাত্রীবাহী উড়োজাহাজগুলো এক সপ্তাহ কুয়েত যেতে পারবে না। এক টুইট বার্তায় আগামী শনিবার বা ৬ মার্চ থেকে সাময়িক চলাচল বন্ধ রাখার ঘোষণাটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞার আওতায় থাকা সাত দেশে বিগত দুই সপ্তাহে ভ্রমণ করেছেন এমন ব্যক্তিও কুয়েতে প্রবেশ করতে পারবেন না। তবে কুয়েতি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা হবে। তবে তাদের 'জনবিচ্ছিন্ন' করে রেখে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পরে দেশে প্রবেশ করতে দেওয়া হবে।
শনিবার এই বিষয়ে এক নির্দেশনাও জারি করে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মহাপরিচালক। টুইট বার্তায় তার স্বাক্ষরিত নির্দেশনাপত্রের ছবিও দেওয়া হয়।
ইতোপূর্বে গত ৪ মার্চ এক ঘোষণায় কুয়েতি কর্তৃপক্ষ বাংলাদেশসহ ১০টি দেশ থেকে আগত যাত্রীদের নিজ দেশের কুয়েতি দূতাবাস থেকে করোনা ভাইরাস নেই এমন স্বাস্থ্য পরীক্ষার নিশ্চয়তাপত্র সংগ্রহের নির্দেশ দেয়।