বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়া তারকা কারা?
কোভিড-১৯ মহামারিতে বিশ্বব্যাপী খেলাধুলা থমকে গেলেও তা-তে শীর্ষ ক্রীড়া তারকাদের আয়ে কোনো ক্ষতি হয়নি। গত দুই বছরে এ ক্রীড়াবিদেরা এক বিলিয়ন ইউরোর বেশি আয় করেছেন যা ভাইরাসের আগের সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি।
বিশ্বের বিভিন্ন খেলার মধ্যে ফুটবল খেলোয়াড়েরা সবচেয়ে বেশি আয় করেন। এক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছেন নেইমার, যার আয় ৪৮.৯ মিলিয়ন ইউরো। এর পরেই সবচেয়ে বেশি আয়কারী খেলোয়াড়েরা হলেন লিওনেল মেসি (৪০.৫ মিলিয়ন ইউরো), গ্যারেথ বেল (৩৪ মিলিয়ন ইউরো), ক্রিশ্চিয়ানো রোনালদো (৩১.৫ মিলিয়ন ইউরো), অ্যান্টোইন গ্রিজম্যান (৩০ মিলিয়ন ইউরো), এডেন হ্যাজার্ড (৩০ মিলিয়ন ইউরো), কিলিয়ান এমবাপ্পে (২৬.৪ মিলিয়ন ইউরো), কেভিন ডে ব্রুয়েন (২৪.৭ মিলিয়ন ইউরো), করিম বেঞ্জেমা (২৪ মিলিয়ন ইউরো), ও ডেভিড ডে গিয়া (২৩.৩ মিলিয়ন ইউরো)।
সবচেয়ে বেশি আয়কারী ৫০ শীর্ষ খেলোয়াড়ের তালিকায় একমাত্র স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ৪৮ তম অবস্থানে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার আয় ৩১.১ মিলিয়ন ইউরো।
খেলোয়াড়রা কীভাবে এত আয় করেন?
টুপ্লেবুক-এর মার্ক মেঞ্চেন জানান, 'করোনা শুরু হওয়ার আগেই অনেক চুক্তির কাজ শেষ হয়ে গিয়েছিল।'
'খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে। যদিও আমাদের দেশে (স্পেন) দুই থেকে তিন শতাংশ অর্থনৈতিক পুনর্বিন্যাস করা হয়েছে। প্রিমিয়ার লিগে বাজেট কমানো হয়নি কারণ কর্তৃপক্ষ মনে করেছিল করোনাভাইরাস সাময়িক, দ্রুতই শেষ হয়ে যাবে। তবে সবচেয়ে কঠিন মাসগুলোতে অর্থনৈতিকভাবে টিকে থাকার ক্ষমতা ছিল কিছু ক্লাবের,' বলেন তিনি।
মেঞ্চেন আরও বলেন, 'স্প্যানিশ ক্লাবগুলোকে অভ্যন্তরীণ ছাড়াও দেশের বাইরের ক্লাবগুলোর সাথে প্রতিযোগিতা করতে হয়। নিলামের হার আগের তুলনায় বেড়ে গেছে। তাই বেতন দেওয়ার জন্য নতুন আয়ের উৎস হিসেবে আজকাল ক্লাবগুলো টেলিভিশন স্বত্বের মতো কম প্রচলিত পদ্ধতির দিকেও ঝুঁকছে।'
'ইংল্যান্ড ও জার্মানিতে স্টেডিয়ামগুলো ৯৫ শতাংশ পূর্ণ হয়, যেখানে আমাদের এখানে কেবল ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয়। উয়েফা'র নতুন নীতিমালা এ পরিস্থিতি বদলে দেবে। তাই আরও প্রতিযোগিতামূলক হওয়ার জন্য নতুন নতুন উপায় খুঁজছে,' বলেন মেঞ্চেন।
ফুটবলের বাইরের খেলোয়াড়দের আয় কেমন?
আইরিশ মিক্সড মার্শাল আর্টিস্ট কনর ম্যাকগ্রেগর বিশ্বের সবেচেয়ে বেশি আয়কারী ক্রীড়াবিদ। ফোর্বস-এর হিসেবমতে, তিনি গত বছর ১৬৪ মিলিয়ন ইউরো আয় করেছিলেন। তবে এর মধ্যে কেবল ২০ মিলিয়ন ইউরো তার খেলাধুলা থেকে আয় করা; বাকি ৮০ শতাংশ অর্থ তিনি আয় করেছেন বিভিন্ন স্পন্সরশিপ, বিজ্ঞাপনের চুক্তি, ও ব্যক্তিগত ব্যবসায়িক চুক্তি থেকে।
বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী ১০ তারকা খেলোয়াড়ের তালিকায় আছেন ম্যাকগ্রেগর, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ড্যাক প্রেসকট (আমেরিকান ফুটবল), লেব্রন জেইমস (আমেরিকান বাস্কেটবল), নেইমার, রজার ফেদেরার, লুইস হ্যামিলটন (মটরস্পোর্ট রেসিং), টম ব্র্যাডি (আমেরিকান ফুটবল), ও কেভিন ডুরান্ট (আমেরিকান বাস্কেটবল)।
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) ও দ্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর খেলোয়াড়েরা ফর্মুলা ১-এর ড্রাইভারদের চেয়ে বেশি আয় করেন। টেনিসের দুনিয়ায় সবচেয়ে বেশি আয়কারী খেলোয়াড় হলেন রজার ফেদেরার (৭৬.৮ মিলিয়ন ইউরো) ও নাওমি ওসাকা (৫০.৮ মিলিয়ন ইউরো)।
বিশ্বের সেরা সাইক্লিস্ট তাদেজ পগাকার বছরে ছয় মিলিয়ন ইউরো। অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সামু সাঞ্চেজ বলেন, 'ক্রীড়ার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটি অসম মনে হতে পারে। তবে সমস্যা হলো সাইক্লিং-এ লাভজনক টিভি স্বত্ব পাওয়া যায় না।'
শীর্ষস্থানে থাকা নারী ক্রীড়াবিদদের আয় কেমন?
গ্র্যান্ড স্লাম-এর প্রাইজমানি নারী ও পুরুষ খেলোয়াড় উভয়ের জন্য সমান হওয়ায় টেনিসের ক্ষেত্রে নারীরা ভালোই আয় করেন। তবে নারী ফুটবলারদের ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়।
স্প্যানিশ ফুটবল টিম ওসাসুনা'র নারী খেলোয়াড় লরেন হেরেরা দাবি করেছেন, নারী ফুটবলের ক্ষেত্রে বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি মনে করেন, ফুটবলে আয়ের ক্ষেত্রে নারী-পুরুষের সমতা আনার জন্য এখনো অনেক দূর যেতে হবে।
'নারী ফুটবল বিষয়ে পুরুষদের ফুটবলের কিছু করার নেই। এবং সেদিক থেকে আমি বলব, অন্যান্য দেশ থেকে স্পেইন খুবই ভিন্ন,' মন্তব্য করেন হেরেরা।
সূত্র: মার্কা ডট কম