অনুষ্ঠিত হলো ‘কিংডম অভ বোনস’ গ্রন্থের প্রকাশনা উৎসব
১৯ এপ্রিল (মঙ্গলবার) বিশ্বব্যাপী যুগপৎ প্রকাশের অংশ হিসেবে বাংলামোটরস্থ বাতিঘর-এ অনুষ্ঠিত হলো থ্রিলার লেখক জেমস রলিন্সের 'কিংডম অভ বোনস' গ্রন্থের প্রকাশনা উৎসব। বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অনুবাদ করেছেন ডা. মো. ফুয়াদ আল ফিদাহ।
অনুবাদ গ্রন্থটি মূল ইংরেজি বইয়ের সঙ্গে একযোগে প্রকাশিত হয়।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ভাষাবিদ ও অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং গায়ক, সুরকার ও লেখক জয় শাহরিয়ার।
অনুমতি এনে মূল গ্রন্থের সঙ্গে একযোগে অনুবাদ প্রকাশের উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি রফিক-উম-মুনীর চৌধুরী বলেন, 'আমি রীতিমতো চমকে গেছি। নতুন কিছু প্রকাশনা, আমাদের দেশের কয়েকজন তরুণ যে অনুবাদটাকে একবারে মনে-প্রাণে নিয়ে সেটার জন্য নিজেকে সঁপে দিয়ে একেবারে প্রফেশনালি অনুমতি নিয়ে কাজ করছেন ও প্রকাশ করে যাচ্ছেন, এবং তা-ও একেবারে মিডিয়ার আড়ালে, কেউ জানে না, তা আমার কাছে রীতিমতো একটা আবিষ্কার! পাঠক হিসেবে কয়েক পৃষ্ঠা পড়ে আমার মনে হলো, যেকোনো বিচারে বিবলিওফাইলের বইগুলো অনায়াসে সেরা অনুবাদিত বইয়ের তালিকায় থাকা উচিত।'
বিবলিওফাইলের উদ্যোগকে সাহিত্যের জন্য ইতিহাস উল্লেখ করে বিশেষ অতিথি প্রখ্যাত কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন বলেন, 'এটা আমাদের সাহিত্যের গত পঞ্চাশ বছরে কোনোভাবে, কোনো অর্থেই নিয়মিত ঘটনা না।'
তিনি আরও বলেন, 'এটা [যুগপৎ অনুমোদিত অনুবাদ প্রকাশ] একটা উদাহরণ তৈরি হলো, যেটা প্রত্যেককে অনুসরণ করতে হবে।'
অনুষ্ঠানের উপস্থিত আরেক বিশেষ অতিথি জয় শাহরিয়ার বলেন, 'এই জার্নিটা একদম আমার নিজের চোখে দেখা এবং আমি এটাকে বেশ ওউন করি।'
তিনি আরও যোগ করেন, 'শিল্প তখনই টিকে থাকবে যখন তার চর্চাটা হয়...এই চর্চাটা আমরা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা প্রকাশনা জগতের একটা সুন্দর ছবি আঁকতে পারবে। এই পথে বিবলিওফাইল কাজ করছে, তাদেরকে অভিনন্দন।'
অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ বলেন, 'আশা করি ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও হবে, তবে সেখানে বাংলাদেশ অনুবাদ-প্রকাশের দেশ হিসেবে নয়, বরঞ্চ যে বই অনুবাদিত হচ্ছে তার প্রকাশক হিসেবে থাকবে।'
বইটির প্রকাশক মো. সাব্বির হোসেন আশাবাদ ব্যক্ত করেন, যুগপৎ অনুমোদিত অনুবাদ প্রকাশের প্রচলন তারা শুরু করেছেন, ভবিষ্যতে বাংলা সাহিত্যে তা নিয়মিত ঘটনায় পরিণত হবে।