পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ
প্রতিবছরের ন্যায় এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে ১লা মে থেকে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হ্রদ পরিচালক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রাথমিকভাবে তিনমাসের জন্য বন্ধ রাখার এই পদক্ষেপ হ্রদে পানির পরিমাণের উপর নির্ভর করে বাড়ানোও হতে পারে। তবে হ্রদে পানির সীমা ঠিকঠাক থাকলেও তিনমাসই বন্ধ থাকবে হ্রদে মাছ আহরণ। এই তিনমাস সময়কালে সচরাচর হ্রদে কার্প জাতীয় নানান মাছের পোনা অবমুক্ত করে থাকে হ্রদটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। একই সময়ে হ্রদের উপর নির্ভরশীল প্রায় বাইশ হাজার জেলেকে খাদ্য সহায়তা দিয়ে থাকে সরকার।
বিএফডিসির রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, 'বরাবরের মতই এবারও আমরা তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এই সময়ে আমরা হ্রদে কার্পজাতীয় মাছের পোনা ছাড়ব।'