অস্ট্রেলিয়ায় প্রথম ফুটবল ম্যাচ খেললেন আফগান জাতীয় দলের নারী খেলোয়াড়রা
তালেবানের ক্ষমতা দখলের পর গত রোববার প্রথমবার কোনো ম্যাচে খেলেছেন আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল টিমের সদস্যরা। তালেবানের হাত থেকে রক্ষা পেতে দেশত্যাগী এই নারীরা অস্ট্রেলিয়ার মাটিতে স্থানীয় লীগের একটি ম্যাচ সমাপ্ত করেন।
আফগান টিমের দেওয়া একটি গোল অফসাইড বলে রায় দেন রেফারি, এতে গোলশূন্য ফলাফলে শেষ হয় ম্যাচ। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এটি তুলনামূলক নিম্ন-সারির লীগ আয়োজন হলেও এর তাৎপর্য আফগান নারী দলের জন্য ছিল অসামান্য এক প্রতীকী জয়।
একেক সদস্য বিশ্বের একেক দেশে পালিয়ে আশ্রয় নেওয়ায়, আফগান নারীদের জাতীয় টিম বিভাজিত হয়ে পড়েছে। এখন তাদের নতুন দেশে, নতুন ভাষা ও সংস্কৃতিতে জীবনযাপনের সংগ্রাম করতে হচ্ছে। এত প্রতিকূলতা সত্ত্বেও তারা একত্র হয়ে এই ম্যাচে খেলে তাদের অদম্য মনোবল ও অপরাজেয় মানসিকতার পরিচয় দিয়েছেন।
টিম ক্যাপ্টেন নিলাব বলেন, এই ম্যাচ প্রমাণ করেছে তালেবানের ক্ষমতা দখল আমাদের খেলোয়াড়দের থামাতে পারেনি।
আফগানিস্তানে রয়ে যাওয়া পরিবার ও স্বজনদের নিরাপত্তার স্বার্থে নিলাম ও টিমের অন্য সদস্যরা তাদের পারিবারিক উপাধি প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের সাথে কথা বলেন।
নিলাব বার্তাসংস্থা এএফপিকে বলেন, "আফগানিস্তানের মানুষের হয়ে খেলতে আমরা আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি।"
"দেশ ছেড়ে পালিয়ে এলেও আমরা এখনও দেশের কথা ভাবি। আমরা এখনও দেশের জন্য জয় ছিনিয়ে আনতে চেষ্টা করছি।"
প্রায় আট মাস আগে আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে তালেবান। এসময় আফগান জাতীয় দলের অনেক নারী খেলোয়াড় ও তাদের স্বজনকে দেশত্যাগে সাহায্য করে অস্ট্রেলিয়া।
ক্ষমতা দখলের পর থেকে নারী স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে খর্ব করেছে তালেবান। নিষিদ্ধ করেছে নারী শিশুদের শিক্ষাগ্রহণের সুযোগ। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বিমান ভ্রমণেও বাধা দেওয়া হচ্ছে।
- সূত্র: এএফপি/ ভায়া দ্য ডন