‘রত্না ও তার ছেলেকে আটক করা সংবিধানের লঙ্ঘন’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেছেন, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সৈয়দা রত্না ও তার নাবালক (১৭ বছর বয়সী) ছেলেকে কলাবাগান পুলিশের আটক করা সংবিধান ও আইনের জঘন্য লঙ্ঘন।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ১১টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বারবার অনুরোধ করা সত্ত্বেও, স্টেশনে এবং খেলার মাঠে উপস্থিত পুলিশ কর্মকর্তারা রত্না ও তার ছেলেকে আটকের ন্যায্যতা নিয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।"
বাপার যুগ্ম সম্পাদক তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের আইনি বৈধতাও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।
সম্মেলনে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে থানা নির্মাণ বন্ধের দাবি জানান।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয়দের হয়রানি না করার জন্যেও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে যেখানে পুলিশ লোকজনকে আটক করছে কিন্তু যারা জিজ্ঞাসাবাদ করছে তাদের কেউ দেখছে না।
কলাবাগানের 'তেঁতুলতলা মাঠ রক্ষা'র অন্যতম আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনে পাওয়া যায় না। তিনি আমাদের ফোনও রিসিভ করেন না।"
রোববারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিজওয়ানা বলেন, "যখন প্রথম থানায় ঢোকার চেষ্টা করি, আমাদের প্রবেশ করতে দেওয়া হয় নি। কেউ আমাদের কোনো উত্তরও দিচ্ছিল না। আমাদের প্রশ্ন ছিল কেন তাকে আটক করা হলো!"
তিনি তার বক্তব্যে আরও বলেছেন যে, বেলা সবসময় খেলার মাঠ সংরক্ষণের বিষয়ে সোচ্চার ছিল এবং এখন থেকে তারা দ্বিগুণ প্রতিবাদ করবে।
উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার কলাবাগান থানা পুলিশ সৈয়দা রত্না ও তার ১৭ বছর বয়সী ছেলেকে আটক করে; যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রত্না ও তার ছেলেকে এই প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে তারা ভবিষ্যতে কোনো সরকারি কাজে বাধা দেবে না।
১০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর তাদের হেফাজতে নেন রত্নার বোন।
এর আগে একই অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে কলাবাগান থানা পুলিশ।
গত রাত সাড়ে ৯টার দিকে একটি মামলায় তাদের আসামি করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
বেলা সাড়ে ১১টার দিকে মা-ছেলেকে কলাবাগান থানায় নিয়ে আসা হয়। আলাদা হেফাজতে রাখা হয় তাদেরকে।
১৭ বছর বয়সী আব্দুল্লাহকে প্রাপ্তবয়স্কদের হাজতে আটক রাখায় সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে।