ঈদ জামাত: সকাল ৭টা থেকে জাতীয় মসজিদে ৫টি জামাত
ঈদ জামাত: সকাল ৭টা থেকে জাতীয় মসজিদে ৫টি জামাত
এবার ঈদুল ফিতরের দিন সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
আজ শনিবার মসজিদ কর্তৃপক্ষের জারি করা একটি হ্যান্ডআউটে এ সময়সূচি প্রকাশ করা হয়।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় এবং পরের চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারির মধ্যে সুপারিশকৃত স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে ঈদগাহের পরিবর্তে তাদের নিকটস্থ মসজিদে এবং খোলা জায়গায় ঈদের নামাজ পড়ার জন্য মুসল্লীদের আহ্বান জানিয়েছে।
মসজিদের ইমাম ও ম্যানেজিং কমিটিকে নির্দেশের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।