সৌম্যর উপলব্ধি, জীবন এবার বদলে যাবে
জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সৌম্য সরকার। গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার। বিয়ের পর সোমবার প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সৌম্য। মাঠে নেমেই এদিন ব্যাট হাতে ঝড় তোলেন বাঁহাতি ড্যাশিং এই ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ বলে ৬২ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন সৌম্য। ধুন্ধুমার ইনিংসটিতে ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি ছুঁতে ২১টি ইনিংস লেগে গেছে তার। ছন্দে ফিরলেন, সেটাও বিয়ের কদিন পরই।
বিয়ের পর যেন ভাগ্যকেও সঙ্গে পেতে শুরু করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শুরুতে নাম না থাকলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সৌম্যের নাম যোগ করা হচ্ছে। ব্যাটেও মিলল রানের ফুলঝুরি। কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে প্রথমে নাম না দেখে কী ভাবছিলেন সৌম্য?
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর এমন প্রশ্নে সৌম্য নিজেই বিয়ের ব্যাপারটি টেনে আনলেন। মারকুটে এই ব্যাটসম্যান বললেন, 'সত্যি কথা বলতে ওরকম চিন্তা ছিল না। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, ফোকাস বেশি ওদিকে ছিল। ওই জিনিসটা আমার হাতে নেই। চাইলেও পরিবর্তন করতে পারব না। তাই চিন্তা করি না।'
বিয়ের পর নাকি মাথা খুলে গেছে লিটন দাসের, বঙ্গবন্ধু বিপিএলে এমনই জানিয়েছিলেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান। বিয়েতে যে জীবনে পরিবর্তন আসে, সেটা এখনই বুঝতে পারছেন সৌম্যও। তার মনে হচ্ছে জীবনে এবার পরিবর্তন আসবে, 'কয়দিনই হলো মাত্র। একটা ম্যাচ খেললাম। পরিবর্তন যে হবে, এটা বোঝা যাচ্ছে।'
টি-টোয়েন্টিতে এটা সৌম্যর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি। এরপর ব্যাটিং অর্ডার বারবার বদলেছে তার। অনেকদিন পর তিন নম্বরে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরলেন সৌম্য। তার লড়াই এবার তিন নম্বরে নিজেকে থিতু করা।
সৌম্য বলছেন, 'রান করলে তো দলের জন্য ভালো। সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। বড় জিনিস হচ্ছে টিমের ভালো। যে রান করবে, সেটা দলের জন্য ভালো। নাঈম ভালো করছে। আমি অনেক দিন পর ওপরে এসে ভালো করেছি । চেষ্টা করেছি নিজের জায়গা ধরার জন্য। যে ভালো করবে সে খেলবে।'
২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সৌম্যের। এ কারণে জিম্বাবুয়ে সামনে পড়লেই বেশি মনোযোগী হয়ে ওঠেন সৌম্য। তার ভাষায়, 'জিম্বাবুয়ে বিপক্ষে অভিষেক ছিল। সব সময় ওদের বিপক্ষে ফোকাস থাকি। সব সময় ফোকাস থাকে ভালো খেলার। অনেক দিন পর খেলছি বলে ফোকাস ছিল।'