চট্টগ্রামে কাদামাটিতে আটকে পড়া হাতি উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগানের পাদদেশে কাদামাটিতে আটকে পড়া একটি বন্যহাতিকে উদ্ধার করেছে বন বিভাগ।
বন সংরক্ষক মোল্ল্যা রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, হাতিটি কাদায় আটকে পড়ার খবর পেয়ে চট্টগ্রামের বনবিভাগ (দক্ষিণ) এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা তীব্র রোদ থেকে হাতিটিকে রক্ষা করতে পানি ছিটানোর পাশাপাশি ভিটামিন ইনজেকশন দেয়। পরে বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, স্থানীয় রাঙ্গুনিয়া রেঞ্জের জনবল, উপজেলা প্রশাসন ও এলিফেন্ট রেসকিউ টিমসহ সর্বসাধারণের অংশগ্রহণে অত্যন্ত কষ্টকর উদ্ধার কাজটি সম্পন্ন হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রচন্ড রোদের মধ্যে হাতিটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু না করলে হাতিটির মৃত্যুও হতে পারতো।