বাড়ি সারাই করতে গিয়ে দেয়ালের ভেতরে মিলল ৬৩ বছরের পুরনো ফ্রেঞ্চ ফ্রাই!
ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুরনো, ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই তো আরো ভয়ঙ্কর!
আমেরিকার ইলিনয়ের একটি বাড়ির দেয়াল ভাঙতেই বেরিয়ে এলো ৬৩ বছরের পুরনো ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই; তাও আবার ম্যাকডোনাল্ডসের প্যাকেটে!
শিকাগো থেকে কিছুটা দূরে নিজেদের ১৯৫৯ সালের ক্রিস্টাল লেকের বাড়ি সারাইয়ের কাজ করছিলেন রব আর গ্রেসি জোনস। হঠাৎই দেয়ালের মধ্যে থেকে বেরোয় ম্যাকডোনাল্ডসের আলুভাজা।
গ্রেসি বলেন, ''রব টয়লেটের একটি তাক খুলে নতুন কিছু লাগাচ্ছিল। হঠাৎ দেখে কাপড়ে মোড়ানো কি জানি একটা বেরিয়ে এলো।''
তখনো ওই দম্পতি ভাবতে পারেননি যে কয়েক দশক পুরনো ফাস্ট ফুড আবিষ্কার করবেন তারা। গ্রেসি বলেন, ''প্রথমে আমরা ভাবছিলাম পুলিশে খবর দেওয়া জরুরি কিনা। হয়তো পুরনো কোনো অপরাধের ঘটনা এভাবে চাপা দেওয়া হয়েছে!'' তার পর সেই কাপড় খুলে ম্যাকডোনাল্ডসের প্যাকেট দেখে স্বস্তি পান দম্পতি। দেখেন একটি প্যাকেটে খানিকটা ফ্রেঞ্চ ফ্রাইও আছে।
এরপর প্যাকেটটি তাঁরা রান্নাঘরে নিয়ে যান। ভালোভাবে পরীক্ষা করে দেখেন সবটা। তাতে আধ খাওয়া আলুভাজার সঙ্গে রয়েছে দু'টি হ্যামবার্গারের র্যাপারও।
ম্যাকডোনাল্ডসের লোগো পরীক্ষা করে ওই দম্পতি দেখেন, তা ব্যবহার করা হত ১৯৫৫-৬১ সাল পর্যন্ত। খোঁজ নিয়ে জানতে পারেন, সে এলাকায় প্রথম ম্যাকডোনাল্ডস খুলেছিল ১৯৫৯ সালে। আর ওই বাড়িটিও সেই সালেই তৈরি।
গ্রেসি বলেন, ''আমরা দেখে অবাক হয়েছি, আলুভাজা সব একেবারে মুচমুচে রয়েছে। এমন ভাবেই যত্ন করে রাখা ছিল। খানিকটা বাদামি হয়ে গিয়েছে বটে, কিন্তু তা ছাড়া আর কিছুই বদলায়নি প্রায়।''
'ঐতিহাসিক' এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট যদি কেউ কিনতে চান, তা বিক্রি করতে রাজি দম্পতি। খবর দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ডসেও।
সূত্র: এনবিসি নিউজ