পুরুষ সঙ্গী ছাড়াই তিন শাবকের জন্ম
চার্লি। না, চ্যাপলিন নয়! মানুষও নয়। যুক্তরাষ্ট্রের টেনিসির চ্যাটানুগা চিড়িয়াখানার অধিবাসী এক কমোডো ড্রাগন! বিস্ময়কর ঘটনা ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রাণীটি।
কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে প্রচলিত জৈবিক সম্পর্ক ছাড়াই, একা একা গর্ভধারণ করেছে। সেই ডিম থেকে জন্ম নিয়েছে তিনটি ফুটফুটে শাবক। এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, 'পার্থেনোজেনেসিস' বা 'যৌনসংসর্গ ব্যতিত সন্তানজন্ম' বলে ডাকে। খবর সিএনএনের।
বংশ বিস্তারের জন্য অবশ্য ক্যাডাল নামে এক পুরুষ সঙ্গীকে চার্লির সঙ্গে একই আঙ্গিনায় রেখেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ওর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক ছাড়াই গর্ভধারণ করেছে চার্লি। জন্ম দিয়েছে ওনিক্স, জ্যাসপার ও ফ্লিন্ট নামে তিন পুত্র কমোডো। চার্লির এটিই প্রথম মা হওয়া।
মেরুদণ্ডি প্রাণীদের ক্ষেত্রে এ একেবারেই বিরল ঘটনা। বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন 'সায়েন্টিফিক আমেরিকা'র মতে, মাত্র ৭০ ধরনের মেরুদণ্ডি প্রাণীর পক্ষেই চার্লির মতো একা একা মা হওয়া সম্ভব। মোট মেরুদণ্ডি প্রাণীর মধ্যে এ হার দশমিক ১ শতাংশ মাত্র।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চার্লির বাচ্চাগুলোর জন্ম গত বছরের আগস্টে। এরপর ডিএনএ টেস্ট করে তারা নিশ্চিত হয়েছেন, চার্লি ও ক্যাডালের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্কের ফসল নয় এই তিন শাবক।
প্রাণী জগত থেকে সাধারণত বিচ্ছিন্ন থাকা ও অন্য প্রাণীর দেখা পেলে হিংস্র হয়ে ওঠার জন্য কুখ্যাতি আছে কমোডো ড্রাগনের। তাই হাজারও বছরের পদচারণায় বর্তমানে বিলুপ্তপ্রায় এই প্রজাতি শারীরিক সম্পর্ক এবং 'পার্থেনোজেনেসিস'- উভয় প্রক্রিয়ায়ই শাবক জন্ম দেওয়ার বিরল বৈশিষ্ট্য অর্জন করে নিয়েছে।
সায়েন্টিফিক আমেরিকা বলছে, শুক্রাণু নয়, বরং আরেকটি ডিম যখন কোনো ডিমের পরাগায়ন ঘটায়, তখন 'পার্থেনোজেনেসিস' ঘটে।