শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকা মূল্যের জরুরি ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। ৫৬টি বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বাংলাদেশের তরফ থেকে শ্রীলঙ্কায় পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ মে) রাজধানীর পদ্মা গেস্ট হাউজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারের কাছে এ ওষুধ হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২০ কোটি টাকার ওষুধের মধ্যে বাংলাদেশ সরকার ১০ কোটি টাকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আরও ১০ কোটি টাকার ওষুধ সামগ্রী সরবরাহ করছে।
কয়েক দশকের মধ্যে তীব্রতম অর্থনৈতিক মন্দায় ভুগছে শ্রীলঙ্কা। বাইরে থেকে ওষুধ আমদানি করাও অসম্ভব হয়ে পড়েছে দেশটির জন্য।
শ্রীলঙ্কান মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ)-এর প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, দেশটির সব হাসপাতালে এখন জরুরি ঔষধপত্র ও মেডিকেল ইকুইপমেন্টের সংকট তৈরি হয়েছে। অ্যানেসথেটিক (বেদনানাশক) ও রিএজেন্টের অভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে রুটিন সার্জারিগুলো স্থগিত করা হয়েছে, গবেষণাগারে পরীক্ষানিরীক্ষা কমানো হয়েছে।
পেরিনাটাল সোসাইটি অব শ্রীলঙ্কা'র প্রেসিডেন্ট হাসপাতালগুলোকে এনডোট্র্যাকিল টিউব জীবাণুনাশ করে পুনরায় ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
শ্রীলঙ্কার বিভিন্ন হাসপাতালেই চিকিৎসকদের ক্যাথেটার ও টিউব একাধিকবার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। এতে রোগীদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও আপাতত এর বাইরে কোনো পথও খোলা নেই বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানান দেশটির চিকিৎসকরা।