দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই তামিম!
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। এবার অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকেও বিশ্রাম দেওয়া হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাও খেলতে পারেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তামিম।
টিম ম্যানেজমেন্ট সূত্রে এমনই জানা গেছে। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের জায়গায় তরুণ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
আগামী এপ্রিলে পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডের কথা ভেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিককে বিশ্রাম দেওয়া হয়। বুধবার তামিমকে বিশ্রাম দেওয়ার কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরআগে তরুণ ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় তামিমকে বিশ্রাম দিয়ে নাঈমকে খেলানোর কথা ভাবা হচ্ছে।
ভারত সফরে ছিলেন না তামিম। ওই সিরিজে নাঈমের টি-টোয়েন্টি অভিষেক হয়। তিন ম্যাচেই সামর্থ্যের প্রমাণ দেন তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। অভিষেকে ২৬ রান করা নাঈম পরের দুই ম্যাচে যথাক্রমে ৩৬ ও ৮১ রান করেন।
অভিষেক টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই জাতীয় দলে বিবেচিত হয়ে আসছেন তিনি। ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ২০ বছর বয়সী এই ক্রিকেটারের।
দুঃসময় কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চেনা ছন্দে ফিরেছেন তামিম ইকবাল। টেস্টের এক ইনিংসে বড় রানের দেখা না পেলেও ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন তিনি। তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করেছেন দেশসেরা এই ব্যাটসম্যান।