এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল
ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারায় আছে তারা। থাইল্যান্ডের ব্যাংককে মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ে বাছাই পর্বের সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সঙ্গে মিলেছে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের মূল পর্বে খেলার টিকেটও। যদিও চীনের হাংজো শহরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করে আসরটি স্থগিত করা হয়েছে। তবে বাছাই পর্বের খেলা চালিয়ে নেওয়া হচ্ছে।
প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মতো শ্রীলঙ্কাকেও লড়াই করার সুযোগ দেয়নি বাংলাদেশ। দুই দলের বিপক্ষে একই ব্যবধানে (৩-১) জিতেছে তারা। ম্যাচে বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান ও রোমান সরকার। শ্রীলঙ্কা হয়ে একমাত্র গোলটি করেন ভিপুল ওয়ার্নাকুলা।
আন্তর্জাতিক টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে টানা দুই ম্যাচে জয় তুলে নেওয়া বাংলাদেশ। ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। আগামী ১২ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এদিন মাঠে নামতে চায় তারা।
সম্প্রতি আন্তর্জাতিক আঙিনায় সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছে বাংলাদেশ হকি দল। গত মার্চে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই আসরে টানা ৬ ম্যাচ জেতে তারা। এরপর থাইল্যান্ডে পায় ২টি জয়। মার্চ থেকে সব মিলিয়ে টানা ৮টি আন্তর্জাতিক ম্যাচে জিতেছে বাংলাদেশ।