বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে সাইমন্ডসকে স্মরণ
মাত্র ৪৬ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন কিংবদন্তি এই অজি অলরাউন্ডার। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা এক মিনিট নিরবতা পালন করেন। এর আগে সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানায় বিসিবি।
অস্ট্রেলিয়ার টাউন্সভিলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইমন্ডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিকে যাওয়ার সময় উল্টে যায়। দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যে জানা গেছে, রাত ১১টার পর এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনার কবলে পড়ে। জরুরী সেবা দেওয়ার কাজে নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সাইমন্ডসের মৃত্যু হয়।'
১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ১৯৮ ওয়ানডে ও ১৪টি টি-টিয়েন্টি খেলেছেন সাইমন্ডস। অজিদের হয়ে ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ জিতেছেন তিনি।