করোনায় আক্রান্ত টম হ্যাঙ্কস
হলিউডের সবচেয়ে প্রতিভাধর ও বৈচিত্র্যময় অভিনেতা টম হ্যাঙ্কস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ায় নতুন চলচ্চিত্রের সেটে এ ভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন অস্কারজয়ী এই অভিনেতা নিজেই।
টম জানান, বুধবার তার ও স্ত্রী রিটা উইলসনের করোনা টেস্ট রিপোর্টে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়েছে। তারা এখন 'জনবিচ্ছিন্ন' হয়ে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।
টম ও রিটা- দুজনের বয়সই ৬৩। মার্কিন কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে সস্ত্রীক অস্ট্রেলিয়ায় রয়েছেন 'ফরেস্ট গাম্প', 'কাস্ট অ্যাওয়ে', 'সেভিং প্রাইভেট রায়ান', 'দ্য টার্মিনাল' তারকা টম।
তার করোনা আক্রান্ত হওয়ার খবরে হলিউড কমিউনিটি উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজক, কলাকুশলী জানিয়েছেন শুভকামনা। টুইট বার্তায় অভিনেত্রী মিয়া ফারো লিখেছেন, 'দুনিয়ার সবচেয়ে দরদী, নম্র ও প্রতিভাধর দুই মানুষ টম হ্যাঙ্কস ও রিটা উইলসনের দ্রুত সুস্থতা কামনা করছি।'