বদলি রাজিথায় হঠাৎ এলোমেলো বাংলাদেশ, থামলেন লিটন-তামিম
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলার কথাই ছিল না কাসুন রাজিথার। ডানহাতি এই পেসারকে ছাড়াই একাদশ সাজায় শ্রীলঙ্কার। ম্যাচ মাঠে গড়িয়ে যাওয়ায় নিশ্চয়ই আর খেলার আশা করেননি তিনি। কিন্তু তৃতীয় দিনে হঠাৎ ডাক পরে। মাথায় বলের আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব রাজিথা। আর তিনিই কিনা ধস নামিয়ে দিলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
দারুণ ছন্দে আগানো বাংলাদেশকে হঠাৎ চেডে ধরলেন রাজিথা। সেঞ্চুরির পথে থাকা লিটন কুমার দাসকে ১৩৫তম ওভারের প্রথম বলে ফিরিয়ে দেন লঙ্কান এই পেসার। ৮৮ রানে থামতে হয় লিটনকে।
পরের বলে আরও ভয়ঙ্কর রাজিথা। এবার তার শিকার তামিম ইকবাল। আগের দিন চোটের কারণে স্বেচ্ছায় মাঠ ছাড়া বাংলাদেশ ওপেনার এদিন কোনো রানই করতে পারেননি। ১৩৩ রান করা তামিমের স্টাম্প উপড়ে নেন রাজিথা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পথে থেকেও পারলেন না তামিম। ১৯ রানের অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।
দারুণ ছন্দে ইনিংস বড় করতে থাকা বাংলাদেশ দ্রুত দুই উইকেট হারিয়ে চাপেই পড়ে গেছে। যার পুরো কৃতিত্ব রাজিথার। বাংলাদেশের যাওয়া ৫ উইকেটের ৪টি নিয়েছেন লঙ্কান ডানহাতি এই পেসার। বাকি উইকেটটি গেছে আসিথা ফার্নান্দোর ঝুলিতে।
দুই বলে দুই উইকেট হারানোর চাপি কাটিয়ে তোলার চেষ্টায় আছেন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ১৩৮ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৯২ রান। লঙ্কানদের চেয়ে ৫ রানে পিছিয়ে ঘরের মাঠের দলটি। মুশফিক ৮৫ ও সাকিব ৭ রানে ব্যাটিং করছেন।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় বল ছাড়তে গিয়ে মাথায় আঘাত পান ফার্নান্দো। শরিফুল ইসলামের শর্ট ডেলিভারি আঘাত হানে লঙ্কান এই পেসারের হেলমেটে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তখন ব্যাটিং চালিয়ে গেলেও পানি পানের বিরতির পর মাঠে নামেননি ফার্নান্দো। নবম উইকেট পড়লে আবার মাঠে নামেন তিনি।
তৃতীয় দিনও ফার্নান্দোকে নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা, ৪ ওভার বোলিং করেন। কিন্তু একটা সময়ে গিয়ে অস্বস্তি অনুভব করায় তাকে উঠিয়ে নেয় শ্রীলঙ্কা। আইসিসির কনকাশন সাবের নিয়ম মেনে বার বদলি রাজিথাকে মাঠে নামায় লঙ্কানরা।