৬৭ শতাংশ ওষুধ বিক্রেতার অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ সম্পর্কে জ্ঞান নেই
প্রায় ৬৭.৩ শতাংশ খুচরা ওষুধ বিক্রেতার অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান নেই; সহজে অ্যান্টিবায়োটিক শনাক্ত করতে পারে না তারা।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশে বর্তমান এএমআর প্যাটার্ন এবং এএমইউ প্রবণতার উপর প্রচার কার্যক্রম' শীর্ষক এক অনুষ্ঠানে এ গবেষণার তথ্য জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এস এম সাবরিনা ইয়াসমিন।
ডা. সাবরিনা বলেন, 'বিক্রেতারা যাতে সহজে এন্টিবায়োটিক চিহ্নিত করতে পারে সেজন্য এন্টিবায়োটিকের মোড়কের লেবেল বদলে যাচ্ছে। মোড়কের অর্ধেক জুড়ে লাল রঙে এন্টিবায়োটিক লিখা থাকবে।'
আগামী ৬ মাসের মধ্যে ওষুধ কোম্পানিগুলো নতুন মোড়কে অ্যান্টিবায়োটিক বাজারে আনবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার আইন প্রস্তাব করা হয়েছে৷