ইতালিতে একদিনে ২৫০ জনের প্রাণ কেড়ে নিলো ভাইরাস
ইতালীয় কর্মকর্তারা ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আড়াইশ ব্যক্তির মৃত্যুর কথা জানান। গত শুক্রবার দেওয়া এই তথ্যানুসারে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে এই বিপুল সংখ্যক প্রাণহানি হয়।
একদিনের স্বল্প মেয়াদে এতো বিপুল সংখ্যক মানুষের মৃত্যু করোনা ভাইরাসের উৎসস্থল বলে পরিচিত চীনের উহান নগরেও দেখা যায়নি। এর আগে করোনায় আক্রান্তদের মৃত্যুহারেও ইতালি সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়।
ফলে দেশটিতে মোট এক হাজার ২৬৬ জন মানুষ করোনা সংক্রমণে মারা গেলেন। নতুন সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রেও ইতালি এগিয়ে যাওয়ায়, এখন ভাইরাস প্রতিরোধের যুদ্ধ নিয়ে বিশ্বগণমাধ্যমের নজর; চীন থেকে এখন ইউরোপের দিকেই বেশি সরে আসছে। খবর দ্য হিলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক টেড্রোস আঢানম ঘেব্রেইসুস বলেন, মহামারির সর্বোচ্চ পর্যায়ে চীনে যতো মানুষ আক্রান্ত হচ্ছিলেন ইতালিতে এখন দৈনিক তার চেয়েও বেশি মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাওয়াকেও তিনি এক বেদনাদায়ক অবনতি বলে উল্লেখ করেন।
প্রয়োজনে কঠোর হয়েও ভাইরাস প্রতিরোধের যুদ্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই আগুনকে আর হাওয়া দেবেন না, অসুস্থ ব্যক্তিদের অবশ্যই সামাজিক সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করে রাখতেই হবে।'
এদিকে শুক্রবার বিকেল নাগাদ যুক্তরাষ্ট্রে আরও এক হাজার ৮৭৫ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তাদের শঙ্কা; এখনও অনেক মানুষ তারা যে সংক্রমিত হয়েছেন তা জানেন না।