নীতিনির্ধারণী সুদ হার বাড়িয়ে ৫ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
দেশে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে রোববার (২৯ মে) মৌলিক নীতিনির্ধারণী সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ শতাংশে পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাৎক্ষণিকভাবে এটি কার্যকর করার কথাও জানানো হয়েছে।
রিপারচেজ এগ্রিমেন্ট বা রেপো নামে পরিচিত এই নীতিনির্ধারণী হার বৃদ্ধির ফলে ব্যাংকগুলোকে নতুন নির্ধারিত হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিতে হবে, এতে তাদের দেওয়া ঋণও আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তাদের আর্থিক নীতি বিষয়ক কমিটির ৫৪তম সভায় রেপো হার বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রিভার্স রেপো সুদ হার বর্তমানের ৪ শতাংশ থেকে পরিবর্তনের কোনো কথা বিবৃতিতে বলা হয়নি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোভিডের গণ-টিকা কর্মসূচি এবং বিভিন্ন দেশের সরকারের সম্প্রসারণমুখী বার্ষিক ও আর্থিক নীতির সুবাদে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ায়। তবে একই সময় বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে সরবরাহ চক্রে ব্যাঘাত দেখা দেয়। তার সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির অন্যান্য অনিশ্চয়তা মিলে বিশ্ববাজারে পণ্যমূল্যের স্ফীতি ঘটিয়েছে।
এজন্য সার্বিক অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ ভাগে পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হচ্ছে।