জীবন বাজি রেখে পানি সংগ্রহ ভারতের নারীর, ভিডিও ভাইরাল
ভারতের বিস্তীর্ণ অংশজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। দেশটির বহু জায়গায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। সেসব জায়গায় রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পানি সংগ্রহে নামতে হচ্ছে বাড়ির নারীদের।
সম্প্রতি পানি সংগ্রহের জন্য জীবন বাজি রাখার তেমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইন জগতে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কিছু এলাকার তীব্র পানি সংকটের চিত্র উঠে এসেছে ভিডিওটিতে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের ঘুসিয়া নামক গ্রামের এক নারী পানি আনার জন্য প্রাণ হাতে নিয়ে গভীর কূপের দেয়াল বেয়ে নিচে নামছেন। ধরে ওঠানামা করার জন্য একটা সামান্য দড়িরও ব্যবস্থা নেই। এত উঁচু থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু।
ঘুসিয়ার সমস্ত কূপ ও পুকুর শুকিয়ে যাওয়ার কারণে গ্রামবাসীরা চরম ঝুঁকি নিয়ে এভাবে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। কূপের তলদেশও শুকিয়ে কাঠ হয়ে গয়েছে। অল্প একটু স্থানে কাদাঘোলা পানি রয়েছে। সেটাই সম্বল অজস্র পরিবারের। এমনকি কোনো হ্যান্ড পাম্পেও পানি উঠছে না।
গত এপ্রিলে আরেক ভিডিওতে এভাবেই মহারাষ্ট্রের এক নারীকে কূপ বেয়ে নিচে নামতে দেখা গেছে পানি সংগ্রহের জন্য।
২০১৯ সালের এক প্রতিবেদন অনুসারে, সবচেয়ে তীব্র পানির সংকটে ভোগা ১৭টি দেশের একটি ভারত।
ওই প্রতিবেদনে জানানো হয়, ভারতে পানি সংকটে সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, উত্তরখণ্ড ও হরিয়ানা।
মধ্যপ্রদেশে প্রতি গ্রীষ্মেই পানি সংকট তীব্র আকার ধারণ করে। রাজ্য সরকার ২০২৪ সালের মধ্যে প্রত্যেক গ্রামে ট্যাপের পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখনও লাখো মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত।
ঘুসিয়ার ক্ষুব্ধ বাসিন্দারা বলেছেন, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসেবে তারা এ বছরের স্থানীয় নির্বাচন বর্জন করবেন।
বিশ্বে ভূগর্ভস্থ পানি সবচেয়ে বেশি উত্তোলন করে ভারত। ফলে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ জেলার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
২০৫০ সাল নাগাদ ভারত তীব্র পানি সংকটে পড়বে বলে প্রাক্কলন করা হয়েছে। ওই বছরের মধ্যে উচ্চ-ঝুঁকি অঞ্চলে তালিকাভুক্ত হবে দেশটির ৩০টি শহর।
- সূত্র: বিবিসি ও হিন্দুস্তান টাইমস