অতিধনীদের কর বাড়ল, ৫ কোটির বেশি থাকলেই কর
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে জমা হলে তার ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছে সরকার।
এখন থেকে ব্যক্তির ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে। আগে এটি ছিল ৪০ হাজার টাকা।
আজ বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'বর্তমানে ব্যাংক হিসাব ও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক আদায় করা হয়ে থাকে। বর্তমানে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) ৪০,০০০ টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। শুধুমাত্র ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) আবগারি শুল্ক ৪০,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।'
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রান্তিক জনগণকে মূল্যস্ফীতির হাত থেকে বাঁচাতে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে এটি চতুর্থ বাজেট এবং সামগ্রিকভাবে দেশের ৫১তম বাজেট।