কফির দাম বাড়তে পারে
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যার ফলে বাড়তে পারে কফির দাম।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, 'র রোস্টেড কফির মোট করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ হলেও অধিকতর প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ। রাজস্ব সুরক্ষার স্বার্থে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির আমদানি পর্যায়ে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।'
আজ বেলা তিনটায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি চতুর্থবারের মতো বাজেট উত্থাপন করছেন।