করোনায় বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত
বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছিল, করোনা সতর্কতায় এই দফার সফরটি স্থগিত হয়ে যেতে পারে। অবশেষে সেটাই হলো। বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান সফর না করার বিষয়টি জানিয়েছে।
আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পুরো বিশ্বে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাস সতর্কতায় বাংলাদেশের সফরটি স্থগিত করা হলো। দুই বোর্ড আলোচনা করেই এমন সিদ্ধান্ত পৌঁছেছে।
বাকি থাকা টেস্ট ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বিসিবি ও পিসিবি আলোচনা করে পরবর্তীতে নতুন সূচি নির্ধারণ করবে। আগামী ৫-৯ এপ্রিল পাকিস্তানের করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরআগে ১ এপ্রিল করাচিতেই একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলার কথা ছিল দুই দলের।
করোনা ভাইরাস সতর্কতায় তৃতীয় দফার পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিসিবি। এই মুহূর্তে পাকিস্তান সফর না করতে বাংলাদেশ সরকার থেকেও একটা নির্দেশনা বিসিবিকে দেওয়া হয়েছিল।
পাকিস্তানে সব মিলিয়ে ২০জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৯জন আছেন করাচিতে। পাকিস্তানে যখন পাঁচজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়, তখন থেকেই তৃতীয় দফার সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বিসিবি। ওই সময় করাচিতে দুইজন করোনা আক্রান্ত রোগী ছিলেন। করোনা ভাইরাস সতর্কতায় সে সময় ২ থেকে ১৩ মার্চ পর্যন্ত করাচির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
অবস্থা আরও খারাপ হওয়ায় করাচির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে। যাত্রীদের পরীক্ষা করে তারপর ছাড়া হচ্ছে।
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়েছে। করোনা সতর্কতায় বিশ্ব ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ'র খেলাসহ আরও অনেক টুর্নামেন্ট।
ক্রিকেট মাঠও এর ব্যতিক্রম নয়। সিরিজ শেষ না করেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।