সিলেটে উদ্ধার অভিযানে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড
আজ শনিবার সিলেট ও পার্শ্ববর্তী এলাকার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।
এর আগে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী সিলেট জেলার বিভিন্ন উপজেলায় উদ্ধার তৎপরতা শুরু করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মজিবুর রহমান।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর ৩৫ জন ডুবুরির একটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে, আরো ৬০ জন সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
নৌবাহিনীর একটি দল জালালাবাদে এবং আরেকটি কোম্পানীগঞ্জে কাজ করছে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ কোস্টগার্ডের অন্তত দুটি ক্রুজার আজ (১৮ জুন) বিকেলের মধ্যে সিলেটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। একটি সিলেটে এবং অন্যটি সুনামগঞ্জে উদ্ধার কাজ শুরু করবে। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারও উদ্ধার কাজে যোগ দিতে প্রস্তুত হচ্ছে।
এদিকে বর্তমানে সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সীমান্ত এলাকায় উদ্ধার অভিযানে সহায়তা করছেন।