ঢাকা বিমানবন্দর থেকে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ
সোমবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও এয়ার এরাবিয়ার জি-৯ ফ্লাইটে অভিযান চালায়।
মোঃ মানিক মিয়া নামের ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজ অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রিন চ্যানেলে নিয়ে যাওয়া হয়।
২১টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম স্বর্নালংকার উদ্ধার করা হয় তার কাছ থেকে।
পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।