১ জুলাই থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
সেদিন সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে একযোগে টিকিট বিক্রি শুরু হবে।
আজ (২২ জুন) রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য দেন।
মন্ত্রী জানান, ৫, ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকিট যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ জুলাই বিক্রি হবে।
তিনি আরও জানান, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। এছাড়া ঈদ স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এটি অবশ্যই কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে বলে জানান রেলমন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।