রপ্তানি নিষেধাজ্ঞার পর ভারত থেকে দেড় লাখ টন গম আমদানি বাংলাদেশের
বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় গত ১৩ মে পার্শ্ববর্তী দেশ ভারত গম রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর এখন পর্যন্ত বাংলাদেশ দেশটি থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন (এলএমটি) গম আমদানি করেছে।
বুধবার ভারতীয় খাদ্যসচিব সুধাংশু পান্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
নিষেধাজ্ঞার পরও প্রতিবেশী দেশ এবং তীব্র খাদ্য সংকটে রয়েছে এমন দেশগুলোর জন্য সরকারি পর্যায়ে (জিটুজি ভিত্তিতে) গম সরবরাহের বিকল্প খোলা রাখে ভারত।
তবে কোন কোন দেশ ভারতের কাছ থেকে গম আমদানির অনুরোধ করেছে সে বিষয়ে সুধাংশু পান্ডে কিছুই প্রকাশ করতে চাননি।
পান্ডে বলেন, "অনেক দেশই আছে [যারা ভারত থেকে গম আমদানির অনুরোধ করেছে]। আমরা এ প্রসঙ্গে আলোচনা করতে চাই না...এটি বৈদেশিক নীতি সম্পর্কিত।"
ময়দা রপ্তানি প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় খাদ্য সচিব বলেন, সেটিও ইতিবাচক পথে রয়েছে।
এদিকে ভারতের ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের যুগ্মসচিব পার্থ এস দাস জানিয়েছেন, তারা চলতি অর্থবছরের ১লা এপ্রিল থেকে ২২ জুনের মধ্যে প্রায় ২৯.৭০ এলএমটি গম এবং ২.৫৯ এলএমটি আটা রপ্তানি করেছে।
তিনি বলেন, আমদানির জন্য অনুরোধকৃত দেশগুলোর আবেদন তারা বিবেচনা করে দেখবেন।