সিসিটিভি, স্পিড গান বসানোর পর পদ্মা সেতুতে বাইক চলাচলে করতে দেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
স্পিড গান ও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ (২৮ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুতে মোটরসাইকেল 'অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়নি' বলে উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "স্পিড গান, সিসিটিভি বসানো হবে। সেগুলো বসানোর পর নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।"
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল থেকে পদ্মা সেতু যান পারাপারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু বাইকারদের দৌরাত্ম্য এবং বাইক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর ঘটনায় সেদিন রাতেই সেতু কর্তৃপক্ষের নির্দেশে পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পদ্মা সেতুর কারণে ফেরি চলাচলও পুরোপুরিভাবে বন্ধ হবেনা বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এই নয় যে আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে।"
গতকালও শিমুলিয়া, মাঝিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করব। আমরা ফেরি বন্ধ করে দেইনি, সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারপার করছে।"
যাত্রী কম থাকায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তো লক্ষ্য নিয়েই আছি। অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না।"