মরক্কো দলকে বীরের মতো বরণ করে নিলেন সমর্থকরা

মরক্কোর রাজধানী রাবাতে প্রায় বিশ হাজার মরক্কানের উপস্থিতিতে ছাদখোলা বাসে প্যারেড করে মরক্কো দল। কোচ ওয়ালিদ রেগরাগুইসহ বিশ্বকাপ দলে থাকা সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন এই যাত্রায়।