মরক্কো দলকে বীরের মতো বরণ করে নিলেন সমর্থকরা
প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। নিজেদের দলকে বীরের মতো অভ্যর্থনা না দেওয়াটাই বরং অস্বাভাবিক হতো। মরক্কোর জনগণ তাদের দলকে বরণ করে নিয়েছে নায়কের মর্যাদায়।
মরক্কোর রাজধানী রাবাতে প্রায় বিশ হাজার মরক্কানের উপস্থিতিতে ছাদখোলা বাসে প্যারেড করে মরক্কো দল। কোচ ওয়ালিদ রেগরাগুইসহ বিশ্বকাপ দলে থাকা সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন এই যাত্রায়।
মরক্কো দলকে বাসে চড়িয়ে দেশের রাজা ষষ্ঠ মোহাম্মদের প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে অভ্যর্থনা জানান রাজা নিজেই। মরক্কোর সমর্থকরা হাজির হয়েছিলেন মশাল, পতাকা এবং আতশবাজি নিয়ে। তাদের উদযাপনে রঙিন হয়ে উঠে রাবাতের রাস্তা।
কাতার বিশ্বকাপে অভাবিত সাফল্য অর্জন করেছে মরক্কো। অ্যাটলাসের সিংহরা হারিয়েছে বেলজিয়াম, কানাডা, স্পেন ও পর্তুগালের মতো ফেভারিটদের। সেমি-ফাইনালে ফ্রান্সের সাথে দুর্দান্ত লড়েও শেষ পর্যন্ত পেরে উঠেননি হাকিমি-জিয়েশরা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে চতুর্থ হয় মরক্কো। বিশ্বকাপে এটিই আফ্রিকান কোনো দলের সর্বোচ্চ সাফল্য।
আফ্রিকার ফুটবলে নতুন যে দিগন্ত উন্মুক্ত করে দিয়েছে মরক্কো, এখন বাকিদের পালা তাদের পথ অনুসরণ করে আফ্রিকার ফুটবলকে আরো উঁচুতে তুলে ধরা।